Group Of Children
Posted by: Sukher Chador

সুখ আনব সুখ আনব

চল রে সবাই দল বেঁধে ভাই
এগিয়ে চলি পথে
শপথ রাখি দুঃখনাশের
লড়ি একই সাথে।

চোখের সামনে কষ্ট এলে
দেবো সব দূরে ঠেলে
আনন্দকে মুখের উপর
আনবো সবাই মিলে।

সুখ আনব সুখ আনব
এই করেছি পণ
লড়ছি তাই দিনরাত্রির
গেঁথেছি বন্ধন।

যা কিছু ধন সঞ্চিত হবে
বিলিয়ে দেবো সব
দুখ যেখানে বাসা বাঁধে
আনবো প্রেমের রব।

আমরা খাবো ওরাও খাবে
খাবো সবাই মিলে
অন্নহীনে প্রসাদ দেবো
আমরা তিলে তিলে।

পূজবো সবাই জীবন্ত প্রাণে
অঞ্জলি তাদের জন্য
পরের সুখে বিলীন হয়ে
আমরা হবো ধন্য।

সাথে নিয়ে যেতে পারবনা কিছু
আছে যত দেবো দিয়ে
দল বেঁধে তাই বেরিয়ে পড়েছি
শপথকে বুকে নিয়ে।

মাথায় উপর ছাদ তুলে দেবো
চোখের উপর শিক্ষা
অন্ন – পোশাক সাধ্যতম
এই আমাদের দীক্ষা।

আমরা সবাই এক পরিবার
সুখের চাদরে ঢাকা
দুঃখ সরাই একই সাথে
হাতে হাত রাখা।

 

হিয়া সুলতানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *