Posted by: Sukher Chador
Post Date: September 2, 2021
সুখের চাদর
মুখপুস্তিকায় দেখতে পাই
যাযাবরের পোস্ট
সম্ভবতঃ মাসটা ছিল
জুলাই কিংবা অগষ্ট।
মনের খোরাক আগেই ছিল
করবো সমাজ সেবা
ইচ্ছে আমার উঠল জেগে
প্রেরণা হয়তোবা।
ফোনটা তখন করেই ফেলি
যাযাবরের কাছে
বলে ফেলি আমি ও চাই
যোগ দিতে এই কাজে।
খুশি মনেই যাযাবর ভাই
করল আমায় স্বাগত
যোগ দিলাম মহান কাজে
যদিও দূরাগত।
থাকব সাথে বিপদ বেলায়
সুখের চাদরের পাশে
ভীষণ খুশি হলাম জেনো
মহান কাজের আশে।
শিপ্রা দে?
Leave a Reply